নিজস্ব প্রতিবেদক, ভোলা
ভোলা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও দৌলতখান উপজেলার জয়নগর এলাকার রোকসানা বেগমের রহস্যজনক মৃত্যুর বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জুলাই) বেলা ১১টায় ৩০মিনিট দৌলতখান উপজেলার খায়েরহাট হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন বিক্ষোভ করেন তার সহপাঠি ও এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বক্তারা জানান, গত ১০ জুন (বুধবার) বিকেলে রোকসানা বেগমের স্বামী মো. রুবেলের বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় মেধাবী কলেজ ছাত্রী রোকসানার। এ ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও সঠিক পুলিশি তদন্ত হয়নি বলে দাবী করেন রোকসানার চাচা এম এ তাহের।
তাই তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এ ঘটনার মামলা গ্রহনসহ সঠিক পুলিশি তদন্তের দাবি করেন। সেই সঙ্গে এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান তারা। এসময় বক্তব্য রাখেন, নিহত রোকসনা বেগমের বাবা আবুল কাসেম, চাচা মো. আবু তাহেরসহ তার কলেজের সহপাঠিরা। প্রসঙ্গতঃ- দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে ও ভোলা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রোকসানা বেগমকে গত ২০ নভেম্বর একই এলাকার দীন মোহাম্মদের ছেলে রুবেল প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এবং মেয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করে।
বিয়ের কিছু দিন পর থেকে রুবেল বিভিন্ন সময় রোকসানাকে তার বাবার কাছ থেকে যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু‘ রোকসানা পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করায় বাবার বাড়ি থেকে যৌতুক আনতে অনিচ্ছা প্রকাশ করলে রুবেল একাধিকবার তাকে শারীরিক নির্যাতন করেন। এ ঘটনার পর গত ১০ জুন বুধবার বিকেলে রোকসানার শশুর বাড়িতে তার রহস্যনজক মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে স্বামী রুবেল পলাতক রয়েছে।
Leave a Reply