অনলাইন ডেস্ক: সাভারে একজন অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায়। নিহতের নাম মিন্টু শেখ (৩৫)। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে এবং সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ভোরে জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় ওই অটোরিকশাচালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় ওই এলাকার লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অটোরিকশাটি রেখেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই অটোরিকশাচালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অপারেশন অফিসার জাকারিয়া হোসেন বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
Leave a Reply