ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।
১৩/০৭/২০ ইং তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিনটুলু, সিভিল সার্জন রতন কুমার ঢালী।
বাংলাদেশ নদীমাতৃক দেশ ,দ্বীপ জেলা ভোলা সাথে ভূল ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে আলাদা। করোনাভাইরাসের কার্যকর কোন ঔষধ বা প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় তা প্রতিরোধ টেষ্ট করে রোগী সনাক্ত করে রোগী আলাদা করার একমাত্র সমাধান । বিশ্বজুড়ে করোনা মহামারি এখন পর্যন্ত আক্রান্ত প্রায় ১ কোটি ২৯ লাখ ৫০ হাজার মৃত্যুবরণ করছে প্রায় ৫লাখ ৭৬ হাজার এই গভীর সংকটে। ভোলা করোনা টেষ্ট রির্পোট পাওয়ার দীর্ঘ সূত্রীতার কারণে রোগী সনাক্ত বিলম্ব হবার সুযোগ রোগী নিজের অজান্তেই করোনাভাইরাস বিস্তার করে এমন কি রিপোর্ট পাওয়ার পূর্বে রোগী মারা যাওয়ার নজির ও আছে । দ্বীপ বাসীর দীর্ঘদিনের আবেদনের কারণে ও করোনা টেষ্ট সহজতর করা জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে রোনা ইউনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিসিয়ার ল্যাব উদ্বোধন করেন ভোলার ১ এর সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।
Leave a Reply