অনলাইন ডেস্ক : সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্ত্বের নামে নামকরন করার পক্ষে-বিপক্ষে আবারও পাল্টাপাল্টি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে বরিশালে।
নগরীর সদর রোডে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীতে ভীতি ছড়িয়ে পড়ে সাধারন মানুষের মাঝে। নগরীর প্রধান এই সড়কে ঘন্টাকালেরও বেশী সময় ধরে সৃস্টি হয় অচলাবস্থার। তবে পুলিশের সতর্কাবস্থার কারনে কোন বিচ্ছৃংখলা হয়নি।
সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত্বের নামে নামকরন বাস্তবায়ন কমিটি বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সংবাদ সম্মেলন করে তাদের দাবী পুনব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল।এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply