আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভারতে নিষিদ্ধ হতে পারে কুরবানী!

বকরি ইদে পশুহত্যা  জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এক সপ্তাহ পরই বকরি ইদ। তার আগে এই মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ। 

প্রসঙ্গত, এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের হয়েছে। ২০০৮-এ প্রথমবার মামলা দায়ের হয়। সেইসময় হাইকোর্ট নির্দেশ দেয় যে পশুহত্যার জন্য যে নিয়মাবলী আছে, তা মানতে হবে। স্লটার হাউজে পশুগুলিকে নিয়ে যাওয়ার আগে সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। 

এরপর দীর্ঘ ১১ বছর পর ২০১৯- ফের একটি মামলা দায়ের হয় হাইকোর্টে। সেখানে বলা হয় যে, পশুহত্যার নিয়ম কিছুই মানা হচ্ছে না। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারকে সব নিয়ম মেনে চলার নির্দেশ দেয়। 

সেইসময় সরকার আদালতে বলে যে, পরিকাঠামোর অভাব রয়েছে। পরিকাঠামো যথাযথ নেই। সময় লাগবে। এবার এখন নতুন করে আবার মামলা দায়ের হল। এই মামলা দায়ের করে জানতে চাওয়া হয়েছে, কী কী নিয়ম এখনও পর্যন্ত মানা হয়েছে। 

অভিযোগ, এখনও পর্যন্ত কোনও নিয়মই কিছু মানা হয়নি। এক সপ্তাহ পরই বকরি ইদ। তার আগে রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানাতে চাওয়া হয়েছে মামলায়। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget