আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রযোজকের জিডিকে হত্যার হুমকি ডিপজলের

মিশা-জায়েদের পদত্যাগ চাওয়ায় প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারীকে খুনের হুমকি দিয়েছেন অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এমন অভিযোগ এনে ডিপজলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জামাল পাটোয়ারী।

সোমবার (২৭ জুলাই) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করেন জামাল।

জিডিতে ডিপজলের ব্যবহার করা একটি ফোন নম্বর উল্লেখ করে তিনি বলেন, শিল্পী সমিতির জের ধরে গত ২৬ জুলাই মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন। আর কখনোই বউ বাচ্চার মুখ দেখতে পাবি না, তোর লাশ খুঁজে পাওয়া যাবে না এসব বলে জামালকে হুমকি দেন ডিপজল।

এর আগেও আরো দুইবার ডিপজল হুমকি দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে জিডিতে। তাই বাধ্য হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় জামাল পাটোয়ারী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

সাধারণ ডায়েরির বিষয়ে ডিপজল বলেন, ‘জামাল পাটোয়ারী কে? আমি তাকে চিনি না। আমার এত সময় নেই যে যাকে চিনি না তাকে খুঁজে বের করে গালাগালি করব। আর আমার ওই বয়সও নেই যে কাউকে গালি দেব। হয়ত ২০ বছরের তরুণ থাকলে গালি দিতাম সেটা মানানসই হতো। কন তো এখন কি আর হুমকি দেওয়ার বয়স আছে আমার?’

প্রসঙ্গত, গত ১৯ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগ চেয়ে এফডিসির সামনে ভোটাধিকার হারানো ১৮৪ শিল্পী মানববন্ধন করেন। যেখানে জামাল পাটোয়ারীও অংশ নেন।

২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬শ ২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল বিজয়ী হওয়ার পর এ তালিকা থেকে ১শ ৮১ জন ভোটারের ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য করা হয়। নতুন করে ২০ জন শিল্পীকে ভোটার করা হয়। এরপর শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিলো ৪৪৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget