আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বিষাক্ত ইনজেকশন প্রয়োগে মারা হবে মাদক ব্যবসায়ীদের

মাদক ব্যবসায়ীদের রুখতে এবার কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে ফিলিপাইন সরকার। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে নিয়েছেন কঠোর পদক্ষেপ। এবার তিনি মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে শরীরে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মারার শাস্তি পুনর্বহাল করার কথা ভাবছেন।

সোমবার (২৭ জুলাই) জাতির উদ্দেশে এমন ইঙ্গিত দেন দুর্দাতে।

দেশে মাদক সংক্রান্ত অপরাধ দমনে ইনজেকশন দিয়ে মারার বিলটি কংগ্রেসকে আবার করার আহ্বান জানান ৭৫ বছর বয়সী এ রাষ্ট্রনায়ক।

দুর্তাতে বলেন, মাদক সংক্রান্ত অপরাধের জন্য বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেয়ার অ্যাক্ট ২০০২ আবার দ্রুত পুনর্বহাল করতে চাই আমি।

মাদকের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে দুর্তাতকে। তার সরকারের এসব অভিযানের সমালোচনা করে আসছে জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো।

এদিকে দুতার্তে মাদকবিরোধী অভিযানের যৌক্তিকতা দেখিয়ে বলেন, অবৈধ মাদক, সন্ত্রাসবাদ, দুর্নীতি ও অপরাধী কার্যক্রম থেকে মুক্ত হওয়াটাই এক ধরনের মানবাধিকার।

২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে দুর্তাতে সরকার। এতে অনেক মানুষ হতাহত হয়েছে। এসব কার্যক্রমের জন্য বিশ্বজুড়ে অনেকবার সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget