আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

হোমনার এসিল্যান্ড তানিয়া করোনায় আক্রান্ত

কুমিল্লার হোমনার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া (কোভিড-১৯) করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার বিকালে প্রাপ্ত রিপোর্টে এসিল্যান্ডসহ ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনায় আক্রান্ত অন্য তিনজনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সিএইচসিপিও রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানান, নতুন ৪ জনসহ হোমনা উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জন। সুস্থ হয়েছেন ১৮৬ জন।

এসিল্যান্ড তানিয়া ভূঁইয়া মোবাইল ফোনে জানান, শনিবার থেকে কিছুটা অসুস্থতা বোধ করায় সোমবার পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করা হয়। বুধবার বিকালে রিপোর্ট পজিটিভ এসেছে। আমার মনোবল শক্ত আছে। ঈদ সামনে এ জন্য একটু মন খারাপ লাগছে। তবে শারীরিকভাবে সুস্থ আছি। স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। আমি সবার নিকট দোয়া চাচ্ছি এবং উপজেলাবাসী যেন সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget