ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোববার দুপুরে তিনি মারা যান বলে দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন ধরেই সায়েমের করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
“রোববার দুপুর ১২টায় সায়েম মারা যায়।”
সায়েমের স্ত্রী ও দুই মেয়েকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply