আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভোলা ইলিশার মাদকের রাণী কহিনুর আটক।

আবু মাহাজ আলী, ভোলা প্রতিনিধি: ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে এস আই (নিঃ) মোঃ সোহেল মোল্লা, পি এস আই (নিঃ) সুবীর কুমার সাহা, এ এস আই (নিঃ) মোঃ সুমন হাওলাদার, এ এস আই (নিঃ) মোঃ গুলজার হোসেন, কনস্টেবল/৭৫০ মোঃ দিপু মিয়া ও নারী কনস্টেবল/১২১০ সাথী আক্তার মাদক অভিযান পরিচারনা করিয়া মাদক বিক্রয়ের সময় আসামীর বসত বাড়ি হইতে মাদক ব্যবসায়ী ০১। কহিনুর বেগম (৩৮), স্বামী- মোঃ শাহাবুদ্দিন শিকদার, সাং- বাঘার হাওলা ০৫নং ওয়ার্ড, পূর্ব ইলিশা ইউনিয়ন, থানা ও জেলা- ভোলাকে ৭৫ (পঁচাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।মাদকের বাড়ী হিসেবে পরিচিতো পূর্ব ইলিশা সিকদার বাড়ী, পাকার মাথা সংলগ্ন সেই সিকদার বাড়ীর ছোটবড় সবাই জড়িত মাদকের সাথে, পুরুষ মহিলারা একাদিক বার জেল খেটেছেন মাদক মামলায়, অনেকে আবার লোক দেখানো ফুল দিয়ে পুলিশের হাতে আলোর পথে ফিরে আশার আশ্বাস দিলেও কোন লাভ হয়নি।
পুলিশ মাদক বিরোধী সভা পর্যন্ত করেছে সেই সিকদার বাড়ীতে কিন্তু চোরে শুনে না, ধর্মের কাহিনী।
গত কয়েকদিন ধরে ফেসবুকে দেখা যায় এক মহিলা মাদক বিক্রি করছেন।
খোজঁ নিয়ে দেখা যায়, তিনি একাদিক মাদক মামলার আসামী শাহাবুদ্দিনের স্ত্রী কহিনুর বেগম এবং তিনিও জেল খেটেছেন মাদক মামলায়।
শাহাবুদ্দিন পুলিশের হাতে ফুল দিয়ে মাদকের জগত থেকে ফিরে আসবে বললেও স্ত্রী কে দিয়ে করাচ্ছেন ব্যবসা।

 আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর থানার ওসি।
এদিকে কহিনুরের আটকের খবর শুনে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget