আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গরুর চামড়া প্রসেস করে খাওয়ার উপযুক্ত করার নিয়ম

দুই তিন হাজার টাকার চামরা দুই তিনশ টাকায় বিক্রি না করে খেয়ে ফেলুন,এবং দালাল চক্রের মেরুদণ্ড ভেঙ্গে দিন,আশাকরি একবছর এমনটা করলে পরবর্তীতে ওরা আর গরীবের পেটে লাত্থি মারবেনা ইনশাআল্লাহ!?

গরুর চামড়া খাওয়ার উপযোগী করার নিয়ম:-

১) প্রথমে চামড়া স্কয়ার ৭-৮ ইঞ্চি ছোট টুকরো করে কাটতে হবে।
২) টুকরোচামড়া গুলো ভালভাবে পরিস্কার করতে হবে ।
৩) গরম পানিতে চামড়া গুলো দিয়ে ২০-৩০ মিনিট চুলোয় গরম করে, ২-৩ ঘন্টা গরম পানিতে রেখে দিতে হবে।
৪) গরম পানি থেকে একটি একটি চামড়া নিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে পশমগুলি তুলে ফেলতে হবে।
৫) ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করতে পারেন। না হয় ধারালো ছুরি দিয়ে আলু ছিলানীর মত করে ও করতে পারেন।
৬) কাঁটার পর হালকা লবন দিয়ে ২-৩ মিনিট রেখে দিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিলে আঠালো ভাবটা চলে যাবে। আবার রান্না করার পূর্বে ১৫-২০ মিনিট সিদ্ধ করে পানি ফেলে দিলে আঠালোভাবটা একেবারেই চলে যাবে।
৭) এরপর খন্ড খন্ড চামড়াগুলো ছোট ছোট টুকরো করে কাটতে হবে।
গরুর চামড়া রান্নার নিয়ম:

গরুর পায়া/নলা যেভাবে রান্না করে, চামড়াও সেভাবে রান্না করতে হয়। ভুনা করেও রান্না করতে পারেন। নেহারির মতও রান্না করতে পারেন। তবে ভুনাটাই বেষ্ট। স্বাদ একদম গরুর পায়া বা নলার মত এবং খুবই মজাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget