টানা দুদিন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ,তীব্র বাতাস এবং পূর্ণিমার প্রভাবে ভোলা জেলার নিম্ন অঞ্চল মেঘনা তেতুলিয়ার নদীর পানি প্লাবিত হয়েছে।
বুধবার বিকেলে অতিরিক্ত জোয়ারের ফলে নদীর পানি বৃদ্ধি পায়। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল পর্যন্ত জোয়ারের পানি কমেনি। চারদিকে নদী বেষ্টিত হওয়ায় অস্বাভাবিক জোয়ারে নিম্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে ওইসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
ভোলা সদর উপজেলার রাজাপুরের ৪ গ্রাম সহ মোট ২২ গ্রাম অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এতে পানি বন্দি হয়েছে শহস্রাধিক পরিবার। চতুর্পাশে নদী থাকায় এখানকার মানুষের জীবন যেন পানিতেই ভাষমান। অতিরিক্ত জোয়ারের পানি হঠাৎ করে হানা দিয়েই ভাসিয়ে নিলেন তাদের সবকিছু।অন্য দিকে ধনিয়া ইউনিয়নে জোয়ারের পানির প্রভাবে বেড়িবাঁধ ভাঙার শঙ্কায় রয়েছে শতাধিক পরিবার।
মেঘনা নদী বেষ্টিত হওয়ায় অস্বাভাবিক জোয়ারে এই এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে ওইসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া পানির স্রোতে গরু মহিষের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়াসহ উঠতি আমন ধান ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে ।তলিয়ে গেছে মাছের ঘের।
Leave a Reply