পুরোদমে চলছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’র শুটিং। কিন্তু করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় কাজ। জানা গেছে অক্টোবরে আবার শুটিং শুরু করবেন আমির। তবে ভারতে নয়, তুরস্কে হবে শুটিং।
অক্টোবরে শুটিং শুরু করার জন্য তুরস্কের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ফেলেছেন আমির। ৪০ দিন ধরে হবে শুটিং। কিছু প্রস্তুতি নিতে এমাসেই তুরস্ক যাবেন আমির।
হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’। জানা গেছে এই ছবিতে পাঁচটি লুকে দেখা যাবে আমির খানকে। আমিরের বিপরীতে থাকছেন কারিনা কাপুর।
‘লাল সিং চাড্ডা’ ছবিটি প্রযোজনা করছে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্নি। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন।
‘লাল সিং চাড্ডা’ এবছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শুটিং পিছিয়ে যাওয়ায় ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এএ ডট কম
Leave a Reply