আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রবীন মাঝি হত্যার বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন

আবু মাহাজ, ভোলা প্রতিনিধি: ভোলার দক্ষিন দিঘলদী ইউনিউয়নের বাসিন্দা ব্যবসায়ী প্রবীর মাঝিকে কুপিয়ে হত্যা করার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যদের নিয়ে ওষুধ ব্যবসায়ী সমিতি।
আজ রবিবার ভোলা প্রেসক্লাবের সামনে এলাকার কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

এ সময় কান্নায় ভেঙে পড়ে সন্তান হত্যার বিচার চান মা কল্পনা রানী, স্ত্রী মনি রানী ও ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরু মেম্বার, সম্পাদক মোঃ হোসেন, ভাই চন্দ্র দ্বীপ মাঝি।
এদিকে আসামীদের মধ্যে দুইজন আটক হয়েছে। আপর আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিয়ে বেড়াচ্ছে বলেও জানান সংবাদ সম্মেলনে।
গত ২০শে জুন রাত সাড়ে ১১টায় ব্যবসায়ী প্রবীর মাঝি ও তার ভাইসহ মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। ওই সময় সন্ত্রাসী সেলিম সিকদার, শাহাবুদ্দিন, বিল্লাল, সাকিলসহ ৮/৯ জন গাছে ফেলে পথ রোধ করে কুপিয়ে হত্যা করে প্রবীর মাঝিকে। আহত চন্দ্রদীপ অল্পের জন্য বেঁচে যান।
এসময় মানববন্ধনে ভোলার জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাব অপু, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও দীপ্ত টেলিভিশন প্রতিনিধি আবিদুল আলম,জেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্ট এম এন আলম,একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু,গ্লোবাল টিভির জতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সহ সম্পাদক অনিক আহম্মেদ সহ বিভিন সাংবাদিক সংগঠন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget