জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস দেশের প্রথিতযশা হাদিস বিশারদ আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহঃ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালের খবরে আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের ইন্তেকালে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন। নেতৃবৃন্দ বলেন, আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহঃ একজন প্রথিতযশা হাদিস বিশারদ এবং ইসলামের অতন্দ্র প্রহরী ছিলেন। ইলমে নববীর প্রচার ও দ্বীন প্রতিষ্ঠায় তাঁর অনেক অবদান রয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন আমরা হযরতের আত্মার প্রশান্তি কামনা করছি। আল্লাহপাক হযরতকে জান্নাতের উঁচা মাকাম দান করুন, তার শোক-সন্তপ পরিবারকে সবরে জামিল দান করুন। তিনি অসংখ্য ছাত্র-শাগরেদ, ভক্ত, গুণগ্রাহী রেখে গিয়েছেন আল্লাহপাক তাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
Leave a Reply