ভোলা জেলা প্রতিনিধি।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস নতুন করে ভোলায় আরও ৭ জনের শরীরে (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯২ জন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসকল তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ভোলায় মোট ২২ জনের নমুনা সংগ্রহ করে ভোলা সদর হাসপাতালে সদ্য স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। এতে জেলায় মোট ৭ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, লালমোহন উপজেলায় ১ জন ও মনপুরা উপজেলায় ১ জন রয়েছেন। এছাড়া জেলায় মোট ১৫ জনের করোনা নেগেটিভ আসে।
সিভিল সার্জন সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় কোনো করোনা রোগী সুস্থ হয়নি। তবে এ পর্যন্ত জেলায় মোট ৪৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন এদের মধ্যে সদর উপজেলায় ২১৫ জন, দৌলতখান উপজেলায় ৩৮ জন, বোরহানউদ্দিন উপজেলায় ৬৪ জন, লালমোহন উপজেলায় ৫২ জন, চরফ্যাশন উপজেলায় ৪৮ জন, তজুমদ্দিন উপজেলায় ৩৭ জন ও মনপুরা উপজেলায় ৩১ জন রয়েছেন।
এছাড়া জেলায় মোট ১০১ জন করোনা আক্রান্ত রোগী নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে এবং প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়। এদের মধ্যে সদর উপজেলায় ২ জন, লালমোহন উপজেলায় ২ জন ও চরফ্যাশন উপজেলায় ২ জনের মৃত্যু হয়।করোনাভাইরাস মহামারির গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।
করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে হবে।
Leave a Reply