ভোলা জেলা প্রতিনিধি।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ভোলায় নতুন করে আরও ২ জনের শরীরে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০৬ জন। রবিবার (১৬ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসকল তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ভোলায় মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করে ভোলা সদর হাসপাতালে সদ্য স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। এতে জেলায় মোট ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। নতুন করোনা আক্রান্ত ২ জন ভোলা সদর উপজেলার বাসিন্দা। এছাড়া জেলায় মোট ২৮ জনের করোনা নেগেটিভ আসে।
নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে হবে।
Leave a Reply