আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি ওষুধ বাড়ি নেয়ায় ধরা খেল নার্স

তৃপ্তি রায় দীর্ঘ দিন ধরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কাজ করছেন। যার কারণে সরকারি ওই প্রতিষ্ঠানটির সকলের সাথে তার সুসর্ম্পক তৈরি হয়। এই সুবাদে তিনি বিভিন্ন সময় হাসপাতাল থেকে অবৈধভাবে ওষুধ বাড়ি নিয়ে যেতেন।
তৃপ্তি রায় বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স।রবিবার দুপুর ১ টায় হাসপাতাল থেকে ৪৮ পাতা ঔষধ নিয়ে বাসায় ফেরাত পথে সংবাদকর্মীর ক্যামেরা বন্ধি হন।ওই নার্সের দাবী তার স্বজনের জন্য এগুলো নেওয়া।একজন স্টাফ হিসেবে সে ঔষধ পেতে পারেন।তাই বলে কী ৪৮ পাতা?।নিশ্চয়ই কোন ডাক্তার তার ব্যবস্থাপত্রে এত পরিমান ঔষধ লিখবেন না। আর তার স্বজন হাসপাতালে এসে চিকিৎসকের শরণাপন্ন হননি এটা নিশ্চিত। কারণ রোগি আসলে বাহক তিনিই হতেন। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপতি চৌধুরী জানান, বিষয়টি আমি লোকের মুখে শুনেছি। তিনি যদি এধরনের কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভোলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget