আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভোলা শিবপুরে মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীর নির্যাতন আটক ১।

ভোলা প্রতিনিধি।।

ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শারিরীক ও মানুষিক প্রতিবন্ধী মনির হোসেনকে হাত পা বেদে নির্যাতন। জানাযায় শারিরীক নির্যাতকারী আব্দুল হাই প্রায়দিনই প্রতিবন্ধী মনিরকে তার গরু পালন, খেতে খামারে কাজ করাতে বাদ্য করে না করলেই চলে নির্যাতন আরো স্থাননিয়রা প্রতিবাদ করতে গেলে আব্দুল হাই তাদেরকে অপমান অপদস্ত করে থাকে ভয়ে তাকে কেউ কিছু বলতে সাহস করে না পরে ৯৯৯ কল করে। #পুলিশের_সেবায়_আটক_আব্দুল_হাই।
এলাকার বাসিন্দাদে দাবী দোষীর শাস্তির হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget