ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শারিরীক ও মানুষিক প্রতিবন্ধী মনির হোসেনকে হাত পা বেদে নির্যাতন। জানাযায় শারিরীক নির্যাতকারী আব্দুল হাই প্রায়দিনই প্রতিবন্ধী মনিরকে তার গরু পালন, খেতে খামারে কাজ করাতে বাদ্য করে না করলেই চলে নির্যাতন আরো স্থাননিয়রা প্রতিবাদ করতে গেলে আব্দুল হাই তাদেরকে অপমান অপদস্ত করে থাকে ভয়ে তাকে কেউ কিছু বলতে সাহস করে না পরে ৯৯৯ কল করে। #পুলিশের_সেবায়_আটক_আব্দুল_হাই।
এলাকার বাসিন্দাদে দাবী দোষীর শাস্তির হোক।
Leave a Reply