আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা জজ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর এলাকার রানা মোল্লা, মামুন মোল্লা ও হান্নান সরদার।

শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উমা সেন বলেন, গত ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন ওই চিকিৎসক। পথে গোয়ালন্দ মোড় থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় রওনা হন তিনি। ওই বখাটেরা তাকে বসন্তপুর ইউনিয়নের আখ সেন্টারের পাশে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে সারারাত ধর্ষণ করে পরদিন সকালে ছেড়ে দেয়। নির্যাতনের শিকার ওই মেয়েটি ফরিদপুর র‌্যাব ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ ঘটনার সাথে জড়িত প্রমাণ পাওয়ায় তিন আসামিকে ফাঁসির আদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget