আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মসজিদে এসি বিস্ফোরণে ৩০ মুসল্লি দগ্ধ, নিহত: ৩

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ মুসল্লিদের স্থানীয় হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে মসজিদে ইশার নামাজ হচ্ছিল। এ সময় হঠাৎ মসজিদের ভেতরে থাকা কয়েকটি এসি একযোগে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে আগুন ধরে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। থাই গ্লাস লাগানো থাকায় মুসল্লিরা বের হতে না পেরে ভেতরেই দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শী কেউ কেউ জানান, এসি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মসজিদের পাশে থাকা ট্রান্সফরমারও বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, দগ্ধ বেশ কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget