পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবিতে পাঁচজন নিখোঁজের ৩৯ ঘণ্টা পর পুলিশ এবং ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড স্থানীয় এবং পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা কোরালীয়া লঞ্চ ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে আগুনমুখা নদীতে গলাচিপা উপজেলার পানপট্টির উদ্দেশে রওনা দেয়। বৈরী আবহাওয়ার কারণে নদীর মাঝখানে গেলে স্পিডবোটের তলা ফেটে যায় এতে ১৩ জন সাঁতরে নদীর মাঝখানে চরে এবং অনেকে সাঁতরে তীরে উঠে। বাকি পাঁচজন নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে ।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন, পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), এনজিও কর্মী মোস্তাফিজ (৩৫), কবির হোসেন (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)। পুলিশ ও উপজেলা প্রশাসন উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।
Leave a Reply