আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেতাদের উপর অনাস্থা দেখিয়ে শাহেদীর পদত্যাগ

ইসলামী ঐক্যজোট নিয়ন্ত্রিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র খেলাফত’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাহেদী ইসলামী ছাত্র খেলাফতের সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
আজ (২৪ অক্টোবর ) বেলা আড়াইটারটার দিকে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে তার পদত্যাগের কথা জানিয়ে একটি স্টাটাস দেন, স্টাটাসে ন্যায়-নীতির পদস্খলন ও নেতৃত্বের উপর অনাস্থা প্রকাশ করেন,
উক্ত স্টাটাসটি পাঠকদের জন্য নিচে হুবহু তুলে ধরা হলো।
মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. এর ন্যায়-নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০১০এর দিকে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এ যোগদান করি, প্রায়ই দশটি বছর হয়েগেছে,বিগত সময়ে অর্থ, শ্রম, সময়,ত্যাগ সংগঠনের জন্য সবই দিয়েছি, বিনিময়ে অপরের স্বার্থে শুধু ব্যবহারই হয়েছি, সিনিয়র নেতারা ন্যায়-নীতির তোয়াক্কা না করে আজ একেকজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েগেছে, তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারনে সংগঠনের দায়িত্বশীল হিসেবে পরিচয় দিতেও আজ লজ্জাবোধ করছি,
মুফতী আমিনী রহ. যে নীতি আদর্শকে সামনে রেখে দল গঠন ও পরিচালনা করেছেন, বর্তমানে দলীয় কার্যক্রম ও নেতাদের অবস্থান এর বিপরীতে রয়েছে,
বর্তমানে ইসলামী ঐক্যজোটের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত এমন একজন নেতা নেই যার উপর পূর্ণ আস্থা রেখে দলের কাজ করবো,
এমতাবস্থায় একজন বিবেকবান হিসেবে অত্র সংগঠনের পিছনে অহেতুক সময় নষ্ট করা বোকামী মনে করছি,
তাই ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর সকল দায়িত্ব থেকে পদত্যাগ করছি…
মাহমুদুল হাসান শাহেদী
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়)
ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

One response to “নেতাদের উপর অনাস্থা দেখিয়ে শাহেদীর পদত্যাগ”

  1. নাম প্রকাশে অনিচ্ছুক says:

    চলে গেলে কিছু যায় আসে না। এমন নেতার দরকার নাই। মনে করেছিলো, সভাপতি সাহেব আমাকে হয়ত ফোন দিয়ে অনুরোধ করবে, এরকম আশা বাদ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget