শুক্রবার ৯ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছে; মানতে হবে স্বাস্থ্যবিধি- জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংবাদ সম্প্রসারণ
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, কেউ স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সোমবার লকডাউন শুরুর পর নির্দেশনা অনুযায়ী বন্ধ ছিল দোকানপাট ও শপিংমল। এরপর বিভিন্ন যায়গায় মার্কেট খোলার দাবিতে আন্দোলন করেন ব্যবসায়ীরা।
আসছে ঈদুল ফিতরে বেচাকেনা ও কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তার মুখে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার দাবি জানান ব্যবসায়ীরা। দোকানপাট সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনে সময় নির্দিষ্ট করে দেয়ার কথাও বলেন তারা।
টানা পাঁচদিন বন্ধ থাকার পর দোকানপাট খোলার সুযোগ পেলো ব্যবসায়ীরা।
Leave a Reply