আলোচিত রফিকুল ইসলাম মাদানীকে ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের দায়ের করা মামলায় গাজীপুরের কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে তাকে ওই মামলায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমটির) ডিসি ইলতুৎ মিশ জানান, গত বুধবার রাতে রফিকুল ইসলাম মাদানীকে (২৬) গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার তার বাড়ি থেকে আটক করে র্যাব-১ এর সদস্যরা। তিনি ওই এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে। আটকের পর রফিকুল ইসলাম মাদানীকে ওই রাতেই গাজীপুর মহানগরীর গাছা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ওই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। র্যাব-১’র জেসিও-৮৭২৭ নায়েব সুবেদার (ডিএডি) আব্দুল খালেক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। পরে আদালত থেকে পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার নিয়ে যাওয়া হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, আটক রফিকুল ইসলাম মাদানীর কাছ থেকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইল ফোনে আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও চিত্র ও লিংক পাওয়া গেছে, যা তার ভণ্ড চরিত্রের পরিচয় বহন করে।
গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আকন্দ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তাকে এ কারাগারে বুঝে নেওয়া হয়েছে।
Leave a Reply