আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দুবাইয়ে ৮৪২ জন ভিক্ষুক গ্রেপ্তার

আগামী সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হবে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে ভিক্ষুক বিরোধী অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ।

সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে এই অভিযান চালানো হচ্ছে। ভিক্ষার বিরুদ্ধে কমিউনিটিকে সচেতন করার লক্ষ্য নিয়ে এই অভিযান চালানো হচ্ছে।

দুবাই পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-র পরিচালক ব্রিগেডিয়ার জামাল সালেম আল জাল্লাফ বলেছেন, গত তিন বছরে তারা বিভিন্ন দেশের ৮৪২ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছেন।

তিনি বলেন, ভিক্ষাবৃত্তি এক সামাজিক ব্যাধি। কেননা তারা মানুষের উদারতা সুযোগ নেয়, বিশেষ করে রমজান মাসে। ভিক্ষাবৃত্তির মূল উৎপাটন করতে পুলিশ জোরেসোরে অভিযান চালাচ্ছে।

এই কর্মকর্তা আরও বলেন, এই অভিযানকে নির্বিঘ্নে পরিচালনা করতে ইসলাম বিষয়ক বিভাগ, রেসিডেন্সি ও ফরেন অ্যাফেয়ার্স মহাঅধিদপ্তর (জিডিআরএফএ) এবং দুবাই পৌরসভার কর্তৃপক্ষও প্রস্ততি নিয়েছে।

দুবাই পুলিশের সিআইডি’র অনুপ্রবেশকারী বিভাগের পরিচালক কর্নেল আলি সালেম বলেছেন, নিবন্ধনকৃত প্রতিষ্ঠানগুলো নিঃস্ব আমিরাতি এবং আমিরাতের বাসিন্দাদের সহায়তা করতে দ্বিধা করে না।

তিনি বলেন, যদি কেউ এমন থাকেন তাহলে প্রমাণ স্বাপেক্ষে তাদের আর্থিক সহায়তা করা হয়। কিন্তু জনসম্মুখে এবং রাস্তায় কোনও ব্যক্তি ভিক্ষা করলে তা অগ্রহণযোগ্য এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget