হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার।
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ কেল্লার মোড়ে তাঁর বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবারের একটি সূত্র।
ইসলামী ঐক্যজোটের ছাত্রবিষয়ক সম্পাদক মুফতী আনসারুল হক ইমরান জানান, ইফতারের আগে এভাবে নিয়ে যাওয়া অমানবিক। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানানো হয়নি।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম-এর সংগে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মুফতী সাখাওয়াত রাজী ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক। তিনি মুফতি ফজলুল হক আমিনীর মেয়ে জামাই।
Leave a Reply