আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চলমান পরিস্থিতিতে মাওলানা আবুল হাসানাত আমিনীর বিবৃতি

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী পবিত্র রমজান মাসে আলেমদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পবিত্র রমজানের শুরুতেই সরকারকে দেশের আলেম ও মাদ্রাসা শিক্ষকদের গণহারে গ্রেফতার না করার দাবী জানাচ্ছি। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে আলেমদের প্রতি সরকারের এই আচরণ অমানবিক ও দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, আমরা জানি, আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্তে কেউ অপরাধী প্রমাণিত হলে শাস্তি হবে। তবে হরতাল-নাশকতার অভিযোগে নিরপরাধ আলেমদেরকে অযথা গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, আজ আমরা প্রশাসনকে গালি দিচ্ছি। তাদেরকে গালি দেবার আগে নিজেদের কর্মকান্ড নিয়েও আত্মসমালোচনা করা দরকার। আমরা যদি প্রশাসনকে আইনি ব্যবস্থা গ্রহণের সুযোগ করে দেই তাহলে তারা কি সেই সুযোগ নিবে না?
তিনি আরো বলেন, মোদি বিরোধী আন্দোলনে কোনভাবেই কি হরতাল ও সংঘাত এড়ানো যেতো না? চলমান আন্দোলনে হাটহাজারী, বি-বাড়ীয়ায় ২১টি তাজা প্রাণ ঝরে গেল। অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মাওলানা মামুনুল হক সাহেবের দ্বিতীয় বা তৃতীয় বিয়ে নিয়ে আমার কোন প্রশ্ন নেই। কিন্তু আলেম-উলামাদের এই দুঃসময়ে রিফ্রেশমেন্টের জন্য রিসোর্টে যাওয়া উনার উচিৎ হয়নি।
তিনি আরও বলেন, গুজব ছড়ানো মহাপাপ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বিশ্বাস করে অনেকে শুধু নিজের বিপদই ডেকে আনছে না, পুরো কওমী অঙ্গনকেও বিপাকে ফেলে দিচ্ছে। পুরোনো ভিডিও এডিট করে লাইভ করা হচ্ছে, আগের ছবি পোষ্ট করে মিথ্যা হিউমার ছড়ানো হচ্ছে। অতিউৎসাহী এই লোকগুলো কারা, তা আজ আমাদের চিহ্নিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget