মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নয়ানন্দ মাদ্রাসার পরিচালক মাওলানা মুজিবুল হক ইন্তেকাল করেছেন। তিনি মুন্সীগঞ্জ জেলার কওমী শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ছিলেন। বৃহস্পতিবার তিনি ঢাকার গ্রীন লাইফ হাসপালাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। তার পাঁচ মেয়ে দুই ছেলে ও এক স্ত্রীসহ হাজার হাজার ছাত্র ও ভক্তবৃন্দ রেখে গেছেন। সন্ধ্যা ৭টায় নয়ানন্দ ঈদগাঁ মাঠে জানাজা শেষে নয়ানন্দ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি ৪০ বছর যাবৎ নয়ানন্দ মাদ্রাসার পরিচালকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে টঙ্গীবাড়ী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জনকল্যাণ সোসাইটির সভাপতি মাহমুদুল হাসান শাহেদী,
তিনি বলেন মাওলানা মুজিবুল হক ছিলেন একজন নিরব বুজুর্গ ও প্রখ্যাত আলেম। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল। এ মহান আলেমের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন
Leave a Reply