আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাউফলে চাঁদার দাবিতে ঘরে তালা, পালিয়ে বেড়াচ্ছে ৪ পরিবার

পটুয়াখালী প্রদিনিধি:

বাউফলের সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিচ হাওলাদারের বিরুদ্ধে ওই চার ঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নে চাঁদার দাবিতে চারটি ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। গত ২৪ মার্চ থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই চার পরিবারের সদস্যরা। উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিচ হাওলাদার (৩৫) ও তাঁর বাহিনীর বিরুদ্ধে ওই চার ঘরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আনিচের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তবু বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাঁর বাহিনীর আতঙ্কে কেউ প্রতিবাদ করতে পারছে না।

সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকূল গ্রামের বাসিন্দা হামিদা বেগম (৭০) অভিযোগ করে বলেন, তিনি সম্প্রতি বসবাসের জন্য পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে গত ২৪ মার্চ আনিচ ও তাঁর বাহিনীর সদস্যরা গিয়ে তাঁর (হামিদা) কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁর বসতঘরে আনিচ তালা লাগিয়ে দেন। সেই থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আরও বলেন, আনিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও অদৃশ্য কারণে পুলিশ গ্রেপ্তার করছে না। এ বিষয়ে তিনি পুলিশ সুপার বরাবর আবেদনও করেছেন।

মাহাবুব আকন (৫০) নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, তাঁর কাছে বিভিন্ন সময় আনিচ ও তাঁর ভগ্নিপতি সূর্যমণি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন চাঁদা দাবি করেন। ২৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে আনিচ বাহিনী তাঁর ঘরে ঢুকে তাঁকে মারধর শুরু করেন এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেন। ওই সময় তাঁর ছেলে মো. আসিফ (১৬) প্রতিবাদ করলে তাকে আনিচ বাহিনী তুলে নিয়ে যায় এবং রাত সোয়া তিনটা পর্যন্ত তাঁর ছেলেকে আটকে কয়েক দফায় লোহার রড দিয়ে অমানবিক নির্যাতন করে। এ ঘটনায় তিনি ৪ এপ্রিল পটুয়াখালী আদালতে আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলায় আদালত সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget