রাজধানীর পুরান ঢাকার চকবাজার মডেল থানাধীন সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাবেদ হোসেন পাপনসহ মোট ১২ জন জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শনিবার (২৪ এপ্রিল) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভাপতি জাবেদ জাবেদসহ বাকি আটককৃতরা হলেন- মো. শাকিল মাতবর, দ্বীন ইসলাম, রোমান, আ: রাজ্জাক, মো: উজির, রাজা, মনির, নয়ন, মো: ফিরোজ, মো: মিজানুর রহমান, মো: মামুন।
এসময় আটককৃতদের কাছ থেকে খোলা অবস্থায় ২০৮ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৬টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এর আগে পুরান ঢাকায় চাঁদাবাজি সন্ত্রাসী ও ক্যাসিনো চালিয়ে আসছিল যুবলীগের পাপন। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন তিনি।
সম্রাট জেলে যাওয়ার পর থেকে পুরান ঢাকায় পাপনই জুয়া ক্যাসিনোর ব্যবসা চালিয়ে আসছিল। কোতোয়ালি থানায় এর আগে পাপন ও তার ভাই মিঠুর বিরুদ্ধে মামলা থাকলেও ধরাছোয়ার বাইরে ছিল।
এছাড়া র্যাবের অভিযানে চকবাজার থেকে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ইলিয়াস, মো: বশির সর্দার, মো: মফিজুল ইসলাম ও খলিল বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৫৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৪টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন রাত ১০টায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজাধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর আউটফল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৯ জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১১টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply