ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ১ হাজার ১শ ৭৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ব্রাজিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭১ জন। এর আগে চলতি মাসে ব্রাজিলে সর্বোচ্চ মৃতের সংখ্যা ৮৮১ জন রেকর্ড করা হয়।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর সবচেয়ে বেশি মৃতের সংখ্যা এখন ব্রাজিলে। লাতিন আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ এখন ব্রাজিল। মহামারী করোনা মোকাবেলার এমন ব্যর্থ প্রচেষ্টার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো। দেশের অর্থনীতি রক্ষার স্বার্থে প্রথম থেকেই লকডাউনের বিরোধীতা করছেন।
বিশেষজ্ঞরা বলছেন জুনের আগ পর্যন্ত এমন অবস্থা থাকবে ব্রাজিলে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৮৮ হাজার ৯৯৪ জন মানুষ। মারা গেছে ৩ লাখ ২৪ হাজার ৯৫৮ জন মানুষ।
Leave a Reply