আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে: সেনাপ্রধান

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ আগস্ট) টাঙ্গাইলে কোভিড শিল্ড দ্বিতীয় পর্বের ফিল্ড পর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের সেবায় সেনাবাহিনী সব সমসময় পাশে আছে এবং থাকবে। সংক্রমণ পরিস্থিতি অবনতি হলে আগামীতেও অসামরিক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

এর আগে তিনি সকাল সোয়া এগারটার দিকে টাঙ্গাইলের নিরালামোড় এলাকায় করোনা ভাইরাস সংক্রামন রোধে অসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীদের সহায়তা প্রধানকারী ১৯ পদাতিক ডিবিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও সাধারণ জনগণের সাথেও কথা বলেন সেনা প্রধান।

সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তাগণের সাথে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget