মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
ইয়াবা বিক্রির সময় রুবেল ও আশিক নামের দুই যুবক জনতার হাত ধরা পড়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পুন্ডুরা শেওরাতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে মধুপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, মধুপুর পৌর-শহরের নয়াপাড়া গ্রামের জুরান আলীর ছেলে আশিক পুন্ডুরা গ্রামের যুবক রুবেল মিয়ার নিকট থেকে ইয়াবা ক্রয় করছিল। বিষয়টি এলাকার লোকজন বুঝতে পেরে তাদের ধাওয়া করে। এ সময় আশিক দৌঁড়ে গিয়ে মসজিদে আশ্রয় গ্রহণ করে। মসজিদের মুসল্লিদের সহযোগিতায় তাকে এলাকাবাসী আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইতোমধ্যেই মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার রোষ থেকে আশিককে উদ্ধার করে। এ সময় আশিকের দেয়া তথ্যের ভিত্তিতে পুন্ডুরা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে রুবেলকে আটক করে পুলিশ।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক হওয়া দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply