বরিশাল জেলার পূজা উদযাপন কমিটি সেক্রেটারি গৌরাংগ কতৃক ইসলাম ধর্ম ও মহানবী (সঃ) এর বিরুদ্ধে অবমাননাকর কটুক্তি ও তুচ্ছ করার প্রতিবাদ জানিয়ে ইসলামী ঐক্যজোট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী ১৬/০৯/২০২১ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতীতে বলেন, ইসলাম ধর্ম সকল ধর্মের শ্রেষ্ঠধর্ম ও মহানবি (সঃ) সকল মানবজাতির উত্তম ও মহামানব,এককথায় দিবালোকের সকল ধর্ম-বর্ণ মানুষের স্বীকৃত। তিনি মানব জাতির জন্য আল্লাহ পাক এর পক্ষ থেকে রহমত স্বরুপ, এ নিয়ে কোন মানুষের বা গোষ্ঠীর দিমত নেই।
সম্প্রতি দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য বিদেশী এজেন্ট হিসাবে বিভিন্ন সময়ে ইসলাম ও মহানবী কে কটুক্তি করে কিছু নাস্তিক ষড়যন্ত্র করে যাচ্ছে। ভোলার গৌরাংগ তাদেরই একজন। জনাব রুহী আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই কুলাংগার কে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ, আইন শৃংখ্যলা বাহিনীর প্রতি আহবান জানান এবং জাতীয় সংসদে ধর্মদ্রোহী নবীদ্রোহীর বিরোধ্যে আইন পাস করার জন্য সংসদ নেতার প্রতি দাবী জানিয়ে বলেন,আজ যদি সংসদে আইন থাকত তাহলে নবী বিরোধীরা বেপরোয়া হওয়ার সুযোগ পেত না।
মাওলানা মঈনুদ্দিন রুহী শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি কর্তৃক ঘোষিত হেফাজতের ঐতিহাসিক ১৩ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।
Leave a Reply