আবু মাহাজ,ভোলা প্রতিনিধি
ভোলা জেলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন করেন ভোলার জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
রবিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে স্থাপিত এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গণি, প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার, সুলতান মাহমুদ মিলন, ভোলা সদর সিনিয়র সহকারী জজ মোঃ নাসিম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, সহকারী জজ গোলাম কিবরিয়া এবং সহকারী জজ আব্দুল্লাহ আল হাসিব।
এসময় জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক বলেন, বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকারের একটা বৃহৎ পরিকল্পনা রয়েছে ই-জুডিশিয়াল। এই ই-জুডিশিয়ালে কার্যক্রম চলমান রয়েছে।এর মধ্যে আমরা ভোলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এর মাধ্যমে প্রতিদিনের মামলার দৈনিক কার্যতালিকা এই ডিসপ্লেতে প্রদশন করা থাকবে। যারা মামলা করেন বা পক্ষ বা বিপক্ষ কেউ যেনো দিন তারিখ নিয়ে হয়রানির শিকার না হন তাই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে প্রতিদিনের মামলার দিন তারিখ উল্যেক্ষ করা থাকবে।
এত করে বিচার প্রার্থীরা সহজে তাদের সকল কাজ সম্পন্ন করতে পারবে। এবং হয়রানি মুক্ত থাকবে।
Leave a Reply