আবু মাহাজ,ভোলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলার গৃহস্থলী গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে চাই” এ স্লোগান নিয়ে “ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি”এ কর্মসূচির আয়োজন করেছে। আজ সকাল ১১ টার ভোলা সদর উপজেলার সদর রোডের কে জাহান মার্কেটের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে ভোলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে “ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি” এর সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন , রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও আ.লীগ নেতা আঃ আজিজুল ইসলাম, সাংবাদিক অমিতাভ রায় অপু,ভোলার প্রবীন সাংবাদিক আবু তাহের প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভোলায় গ্যাসকূপ থেকে পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে। দীর্ঘ কয়েক যুগ ধরে ভোলায় প্রাপ্ত শাহবাজপুর গ্যাস মাটির নীচে অলসভাবে পড়ে থাকলেও ভোলার ঘরে ঘরে সেই গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছেনা। ভোলায় গড়ে ওঠেনি এখনো উল্লেখযোগ্য গ্যাসভিত্তিক কোন শিল্প, কলকারখানা। তাই, বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হয়েছে। দাবি না মানা হলে আগামীতে সুন্দরবন গ্যাস বিতরণ কার্যালয় ঘেড়াও, ও রাজধানী ঢাকামুখী অভিযান, অবরোধ, হরতালসহ বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ার করে দেন ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনের কমিটি । তারা আরও বলেন,আমলাতান্ত্রিক জটিলতার কারনে আজ ভোলার গ্যাস ঘরে ঘরে দেওয়া হচ্ছে না ।
Leave a Reply