আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভোলায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

আবু মাহাজ।।

ভোলায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে প্রসপারিটি প্রকল্পের কর্মকর্তাদের সাথে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস-এর বাস্তবায়নাধীন প্রসপারিটি প্রকল্পের পুষ্টি কম্পোনেন্টের আওতায় ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এ্যাডভোকেসি এন্ড কমপ্লায়েন্স পরিচালক এ্যাডভোকেট বীথি ইসলাম এর সভাপত্বিতে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান আহমেদ।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম। আরো উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন সিনিয়র কর্মকর্তাবৃন্দ ও কর্মশালায় সদর উপজেলার স্বাস্থ্য কর্মী, কিশোর ও কীশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে উপস্থাপনা করা হয়। এছাড়াও প্রকল্পের কাজ সম্পর্কে ধারনা প্রদান করেন প্রসপারিটি প্রকল্প সমন্বয়কারী আবু বকর তানভীর। ভিডিও চিত্রের মাধ্যমে কর্মকান্ড উপস্থাপনা করেন- প্রসপারিটি প্রকেল্পের পুষ্টিবিদ বাবুল আখতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget