বিশেষ প্রতিনিধি:
গত ২৮ নভেম্বর (রবিবার) ঢাকা পল্টনে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৩০ তম পুরুষ ও ৬ষ্ঠ তম মহিলা জাতীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতা শুরু হয়।
যেখানে অংশ গ্রহণ করেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ২ জন বক্সিং প্লেয়ার। সেখানে মাত্র ২২ বছর বয়সের বক্সিং খেলায় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার টিম ম্যানেজার হন ২০১৬ সালের বক্সিংয়ে স্টেট লেভেল রানার-আপ তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল। যেটি এবারের আসরের সারা দেশের মধ্যে সর্বকনিষ্ঠ টিম ম্যানেজার।
এব্যাপারে মৃদুল বলেন, আমাকে এতো বড় দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা জানাই লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থাকে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি লালমনিরহাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. আবু আহাদ খন্দকার লেনিন ও জেলা বক্সিং কোচ বাবুল খন্দোকারকে সার্বক্ষনিক সহযোগিতা করার জন্য। বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ টিম ম্যানেজার হওয়ার নিজের প্রতি গর্ব বোধ করছি।
লালমনিরহাট জেলা বক্সিং কোচ বাবুল খন্দকার বলেব, মৃদুল এর বক্সিং খেলা অনেক ক্লাসিক ও মডান তাই ও টিম ম্যানেজার হিসাবে থাকায় খেলোয়াড়া অনেক উজ্জীবিত হয়েছে।
Leave a Reply