আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ফাঁসিতে ঝুলে এক তরুণী আত্মহত্যা

আজিজুর রহমান।।

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার ডুলাফকির মাজারগেট সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। আত্নহত্যাকারী তরুণী রমজাম আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৯)।

সুমাইয়ার পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন ভোর রাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে সুমাইয়া বসতঘরের শয়নকক্ষে গলায় রশি বেঁধে ঘরের চালের বীমের সাথে ঝুলে আত্মহত্যা করে।স্থানীয় ইউপি মেম্বার সাহাব উদ্দিন জানান,মাস তিনেক আগে খালাত ভাইয়ের সাথে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে ঠিক হয়।

কিন্তু বিয়েতে সুমাইয়ার সম্মতি ছিলনা।সে কারণে তরুনী আত্মহত্যার পথ বেঁছে নিতে পারে বলে অনুমান করা হচ্ছে । এ রিপোর্ট লিখা পর্যন্ত ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করছে। ঘটনাস্থলে উপস্থিত এস আই মিরাজ জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget