বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল এর ভোলা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যলয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল এর ভোলা জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয়তাবাদী মহিলাদল এর ভোলা জেলা শাখার আহবায়ক এ্যাডভোকেট সাজেদা আক্তার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রিয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহসভাপতি জীবা আমিন আল গাজী, সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক হারুন অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির সোপানসহ প্রমুখ।
সম্মেলনে এ্যাডভোকেট সাজেদা আক্তার কে সভাপতি ও শাহাজাদী ইয়াসমিনকে সাধারন সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট সদস্যের নাম ঘোষনা করা হয়েছে। আগামী ১০দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করার জন্য জেলা মহিলা দলের নতুন নেতৃত্বকে আহবান করা হয়। পরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
Leave a Reply