আবু মাহাজ। ভোলা
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ভোলার তজুমুদ্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে আরো ১৫০ পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেছেন ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার সকালে তজুমদ্দিন উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে মুজিব শতবর্ষ উপলক্ষে শম্ভুপুর ও চাদপুর ইউনিয়নের ১৫০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জমি ও গৃহ প্রদান এবং লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ৭ কোটি টাকা ব্যয়ে ২টি নব নির্মিত ডাকবাংলোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন , মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। একসঙ্গে এত মানুষকে জমির মালিকানাসহ সেমিপাকা ঘর দেয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল।’ তিনি মনে করেন, আশ্রয়ণে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। এতে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুুখ।
Leave a Reply