নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূল ব্যবহার আইনে দুটি ব্যবসা প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স মানহা অটো রাইস মিল, মেসার্স আয়শা রাইস মিল ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা নগদ অর্থদন্ড করেন।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় আজ মঙ্গলবার মাধবপুর উপজেলার জগদীশপুর ও নয়াপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। পাট অধিদপ্তর ও পুলিশ বিভাগের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে আইনের বিধান লঙ্ঘন করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় মেসার্স মানহা অটো রাইস মিল ও মেসার্স আয়শা রাইস মিল কে ৫,হাজার টাকা করে মোট ১০,হাজার টাকা অর্থদণ্ড করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছে।
Leave a Reply