আবু মাহাজ। ভোলা
অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই। এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বসতবাড়িতে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ভোলা সদরের “সুন্দর বন গ্যাস কোম্পানি লিমিটেড এর সামনে ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি অনুযায়ী দক্ষিণাঞ্চলের ভোলায় গৃহস্থালী গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ, ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমাদানকারী পরিবারকে জরুরি ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়া ও গ্যাস সংযোগের জন্য আবেদনকারীদের সংযোগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান।
পরে আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় আন্দোলনকারীরা সুন্দরবন গ্যাস কোম্পানির জিএমকে প্রায় ১৫ মিনিট অবরুদ্ধ করে রাখেন।
Leave a Reply