শাহাব উদ্দিন ( চট্টগ্রাম লোহাগাড়)ঃ-
প্রতিটি শুস্ক মৌসুমে দেশের জরাজীর্ণ সড়কগুলি সংস্কার করার পদক্ষেপ গ্রহণ করেন সংশিষ্ট কতৃপক্ষ। তৎ প্রেক্ষিতে দেশের বহু জরাজীর্ণ সড়ক মহাসড়ক সংস্কারের মধ্যদিয়ে যাতায়তের উপযোগী হয়ে উঠে। তবে তার কোন ছোয়া লাগেনি লোহাগাড়ার সদর ইউনিয়নের চৌধুরী সড়কটিতে।
প্রতি বর্ষা মৌসুমে এই সড়কটিতে বড় বড় গর্ত থাকার কারণে কাদাযুক্ত হয়ে যায়। ফলে মানুষ ও যান চলাচলে মারাত্বক অসুবিধার সম্মুখিন হতে হয়।
এই সড়ক দিয়ে সুখছড়ি, চরম্বা, লোহাগাড়া দরবেশ হাট, কলাউজান, পুটিবিলা সহ বহু এলাকার মানুষ ও যান চলাচল করে। তাই এলাকার মানুষের একটাই দাবী এই শুস্ক মৌসুমে সড়কটি সংস্কার পূর্বক বর্ষা ও শুস্ক মৌসুমে যাতায়তের উপযোগী করা হউক।
Leave a Reply