গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ (২১ ফেব্রুয়ারী ২০২২) একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি এ সময়ে উপস্থিত ছিলেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়েশা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply