আবু মাহাজ, ভোলা প্রতিনিধি।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলা ও বাঙালির অধিকার আদায় ও স্বাধীনতা সংগ্রামে যে নামটি অবিস্মরণীয় হয়ে আছে তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।পৃথিবীর একমাত্র জাতী আমরা যারা শুধুমাত্র মায়ের ভাষার জন্য প্রান দিয়েছি।
১৯৫২ সালে ভাষার জন্য শহীদ হয়েছেন বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তানেরা। পাকিস্থানীরা আমাদেরকে শুধু শাসন আর শোষন করেনি মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল। ১৯৫২ এর পর ৬৯ এর গণআন্দোলন এর পর এসেছে একাত্তরের মুক্তিযুদ্ধ। আর এর প্রতিটি ধাপে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটি ভাষাভিত্তিক স্বাধীন দেশ দিয়ে গেছেন।
লালমোহনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে লালমোহন থানার সামনে থেকে প্রভাত ফেরি বের হয়ে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন, মিসেস ফারজানা চৌধুরী রত্না,সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মুরাদ সহ আরো অনেকে।
Leave a Reply