আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ ৫৭ কেজি গাঁজাসহ আটক-৩,

নাহিদ মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ৫৭ কেজি গাঁজা সহ তিন জনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)
রাত্রে ১০ ঘটিকার ৩০ মিনিটে দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার ০৪নং ওয়ার্ড দাউদনগর সাকিনের বটগাছ তলে এলাকায় চরনূর আহমদগামী পাকা রাস্তার উপরে তাকা একটি মিনি পিকআপ গাড়ী তল্লাশী করিয়া ৫৭ কেজি গাঁজা সহ তিন জনকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, (১) মোঃ শফি আহমেদ বাদল@ আহমেদ শফি (৩৫), পিতা- মৃত ইসমাইল মিয়া, গ্রাম লম্বাবগী, ৬নং কালাপাশা ইউ/পি, থানাঃ বানিয়াচং, (২) মোঃ এমদাদুর রহমান (১৯) পিতা সাজ্জাদুর রহমান, গ্রাম পূর্ব তোপখানা, ১নং উত্তর পূর্ব ইউ/পি, থানা বানিয়াচং, (৩) বাবুল মিয়া (৬০) পিতা মৃত দরবেশ আলী, গ্রাম লস্করপুর পুরাতন রেলস্টেশনের পাশে, এ/পি সাং কাতাইপাড়া (গুচ্ছগ্রাম) ৬নং মিরপুর ইউ/পি, থানা বাহুবল, সর্ব জেলা হবিগঞ্জেরকে ৫৭ (সাতান্ন) কেজি গাঁজা যাহার সর্বমোট মূল্য ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা উদ্ধার পূর্বক তথ্য প্রযুক্তির ব্যবহার করিয়া অত্র শায়েস্তাগঞ্জ থানা এলাকা সহ মাধবপুর, চুনারুঘাট, বাহুবল ও বানিয়াচং থানা এলাকায় রাত্রিভর একাধিক বার অভিযান চালিয়ে, শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভার ০৪নং ওয়ার্ড দাউদনগর সাকিনের বটগাছ তলা এলাকায় চরনূর আহমদগামী পাকা রাস্তার উপরে তাকা একটি মিনি পিকআপ গাড়ী তল্লাশী করিয়া ৫৭ (সাতান্ন) কেজি গাঁজা সহ তিন জনকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার নিয়ে আশা হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান রাত্রিভর তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া একাধিক বার অভিযান চালিয়ে ৫৭ (সাতান্ন) কেজি গাঁজা সহ তিন জনকে আটক করে। এই সংক্রান্ত মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget