আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের ব্যতিক্রমধর্মী পিকনিক অনুষ্ঠিত

কক্সবাজারের সেচ্ছাসেবী সংগঠন ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের উদ্দোগে লেক ও সবুজে-ঘেরা প্রকৃতির মাঝে অবস্থিত নয়নাভিরাম ভাদিতলা পাইয়া হলা ঝিরিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এক ব্যতিক্রমধর্মী পিকনিক।

এর আয়োজক ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ও ফেসবুক ভিত্তিক সংগঠন ‘ঈদগাঁও অক্সিজেন ব্যাংক’। বিভিন্ন বয়সের অর্ধ শতাধিক যুবক সকাল থেকে বিকেল পর্যন্ত এই বর্ণাঢ্য পিকনিকে অংশ নেন। ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের আয়োজনে এটি ছিল প্রথম পিকনিক। ব্যতিক্রমী এই পিকনিকের বৈশিষ্ট্য ছিল অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষই ফেসবুক গ্রুপে পরিচিত।

কিন্তু চেনা এলাকায় অচেনা এসব মানুষ পিকনিকের দিন পরস্পরকে চিনে নিতে ও জেনে নিতে বেশি সময় নেননি। করোনার দমবন্ধ হওয়া গুমোট পরিস্থিতিতে সেচ্ছায় নিবেদিত প্রাণ এসব মানুষ অনন্য সুন্দর প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন এই পিকনিকের সৌজন্যে।

সামার এলেই সাধারণত কক্সবাজারের উপকণ্ঠে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন লেকে ঢল নামে পিকনিক আয়োজনের। বেশিরভাগ পিকনিকই হয় বিভিন্ন জেলা-উপজেলা ভিত্তিক সমিতি, সংগঠন, বিভিন্ন পেশাজীবী, কিংবা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে।

তবে ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের মতো শুধুমাত্র অনলাইনভিত্তিক কোনও গ্রুপের উদ্যোগে এতো বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে কোনও পিকনিকের আয়োজন এটাই প্রথম। গত এক বছরেরও বেশি সময় ধরে ফেসবুকে এই গ্রুপের মানবিক কাজে সক্রিয় সদস্যরা এতে বিপুল সাড়া দেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকাল থেকেই কক্সবাজার সদরের চৌফলদন্ডি, রামু উপজেলার রশিদনগর, ঈদগড়, চকরিয়া উপজেলার খুটাখালী ও ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ, ঈদগাঁও’র সেচ্ছাসেবীরা আসতে শুরু করেন।

ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক শাহাব উদ্দীন, ফরিদুল ইসলাম, নুরুল হুদা ও তারিকুল হাসান তারুন ও নাছির উদ্দীন ভলান্টিয়ার টিম অংশগ্রহণকারীদের বরণ করে নেন। সকাল থেকে বিকেল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন প্রত্যেক ভলান্টিয়ার।

দুপুরে ভোজন শেষে সংগঠনের সমন্বয়ক শাহাব উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য আজিজুর রহমান রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক ঈদগাঁও শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, সাংবাদিক সংগঠক কাফি আনোয়ার, স্বাস্থ্যকর্মী এনামুল হক ও নুরুল হুদা মাল্টিমিডিয়া প্রমুখ।

পিকনিক হবে অথচ খেলাধুলা হবে না, তা কি হয়? দুপুরে ঝিরির লেকে সাঁতার প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরনী।

উল্লেখ্য যে, ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের এখন শতাধিক সেচ্ছাসেবী সদস্য যারা একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করে একটি শক্ত সংগঠন গড়ে তুলেছে। তিনটি উপজেলার ৯টি ইউনিয়ন জুড়ে ছড়িয়ে রয়েছে এই গ্রুপের সদস্য। গ্রুপটি অসহায় দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা ও সহযোগিতা দিয়ে আসছে।

প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক শাহাব উদ্দীন জানান, সেচ্ছাসেবী মানুষদেরকে নিয়ে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। মানুষের মাঝে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার মাধ্যমে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করা হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget