আবু মাহাজ, জেলা প্রতিনিধি,ভোলা
ভোলার বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীন জন উন্নয়ন সংস্থাকে নিয়ে এক যোগে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কাজ করে ভেলুমিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার ঘোষনা দিলেন ভোলার সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান। বুধবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের সাথে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষনা দেন তিনি।
সিভিল সার্জন হলরুমে সভাটি যৌথ ভাবে আয়োজন করে গ্রামীন জন উন্নয়ন সংস্থা ও পরিবার উন্নয়ন সংস্থা।একই ঘোষনায় সম্মতি দিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ভোলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম, মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন পুষ্টিবিদ বাবুল আখতার। বক্তারা স্বাস্থ্যসেবাকে অতি দরিদ্র জনগোষ্ঠির আরো দোড় গোড়ায় পৌছেদিতে জিও এনজিও মিলে একই সাথে কাজ কারার ঘোষনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কিশোরী ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।পরে প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরন বিতরন করা হয়।
Leave a Reply